অনলাইনে ৪লক্ষ তরুণদের ফ্রী প্রশিক্ষণ কর্মশালার টানা ১০০০দিনের ইতিহাস!
"নিজের বলার মতো একটা গল্প" উদ্দ্যোক্তা বিষয় প্রশিক্ষণ, ১০টি বিষয়ে স্কিল শেখানো ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন প্রশিক্ষণ কর্মশালার প্লাটফর্ম। এর প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ বলেন- নিজে স্বপ্ন দেখি ও তরুণদের স্বপ্ন দেখাই। এটা আমার সামাজিক দায়বদ্ধতা যা আমি কোন প্রকার পারিশ্রমিক ছাড়া করি এবং প্রতিদিন ২ঘন্টা সময় ব্যয় করি এই কাজে। প্রায় অসম্ভব একটি স্বপ্ন আজ সারা বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশীসহ মোট ৪০০,০০০ তরুণ-তরুণীদেরকে মোট ১০টি ব্যাচের মাধ্যমে ৩৬০টি কনটেন্ট দিয়ে টানা ৯০ দিন করে বিনামূল্যে উদ্দ্যোক্তা বিষয়ক, মুল্যবোধ ও ১০ টি স্কিল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। এখন চলছে ১১তম ব্যাচ।
চাকুরী করবো না চাকুরী দেব, এই ব্রতকে সামনে রেখে ১০০০দিন ধরে একদিনের জন্যেও এই প্রশিক্ষণ কর্মশালার বন্ধ ছিলনা। এটা সারা বিশ্বে একটা ইতিহাস - এত লম্বা এবং টানা ৯০ দিন এবং টানা ১০০০ দিনের প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনোদিন করেনি। ইতোমধ্যে এই প্লাটফর্ম থেকে ৭০০০ উদ্দ্যোক্তা হয়েছেন তারমধ্য ৬০০জন নারী। এবং গত ১০০০দিনে বদলে গেছে ৪লক্ষ তরুণ-তরুণীর জীবন। এখন যাঁরা এক একজন স্কিলড, পজেটিভ ও ভালো মানুষ।
বাংলাদেশে এই প্রথম ৬৪ জেলা নিয়ে শুরু হয়েছে "নিজের বলার মতো একটা গল্প " প্লাটফর্মের সাপ্তাহিক অনলাইন হাট। প্রতি মঙ্গলবার, সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা ১২ ঘন্টা।
এছাড়াও এই প্লাটফর্ম সামাজিক অসংখ্য কাজকর্ম করে থাকে। বৃক্ষরোপণ, রক্তদান, ত্রান বিতরণ, ইফতার বিতরণ, কম্বল বিতরণ ইত্যাদি উল্লেখযোগ্য।
নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মের লক্ষ্য আগামী ১ বছরে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা অন্তত্য ২০, ০০০ উদ্দ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে এবং আগামী ৫ বছরের মধ্য ১লক্ষ্য উদ্দ্যোক্তা ও ১০ লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন