জীবনকে কোনো বাঁধনেই বাঁধা যায়না। প্রেম-বিরহ, আবেগ-ভালোবাসা, দুঃখ-কষ্ট, রোগ-শোক সবকিছু নিবিড়ভাবে জড়িয়ে আছে মানবজীবনে। সবকিছুকে ছাপিয়ে জীবন ছুটে চলে তার আপন ঠিকানায়। মহাকালের অসীম যাত্রাপথে সাময়িক বিরতিতে কত ভাবেই না রাঙিয়ে দিতে চাই নিজেকে। অল্প সময়ের এই বিরতিতে অনেকে সার্থকতার খোঁজ পাওয়ার আগেই চলে যান অসীমের পানে। কারণ, এখানে সবার বিরতি সমান নয়। অনেকে হয়তো নিজেকে সেইভাবে গড়ে তুলতে পারেন না যার ফলে পর্যাপ্ত সময় পাওয়া সত্ত্বেও সফলতার স্বাদ পায়না। অনেকে আবার ভুলপথে পা বাড়ায়, এভাবেই একসময় হারিয়ে যান অমানিশার অতলে। তবে যাই হোক, আমরা কখনোই অন্ধকার এবং ব্যর্থতায় পর্যবসিত হব না। কারণ, আমরা আলোর পথে দূরন্ত পথিক হয়ে ছুটে যাবো মহাকালের অসীম যাত্রাপথে। শুভ কামনা সবার জন্য।