আমার ভালোবাসা আমার পরিবারকে ঘিরে।
আমি জানি না, আমার পরিবারকে আমি কতটা ভালোবাসি। কিন্তু, আমার পরিবারের চেয়ে অন্য কাউকে বেশি কখনো ভালবাসতে পারব না। সবার আগে আমার মা, তারপর বাবা। এরপর, আমার ভাই ও বোন। তারপর, আমার কাছে প্রধান্য পাবে, আমার বন্ধু-বান্ধব। আমি জীবনে কাউকে কখনো হিংসে করি না, ইর্ষা করি না। কাউকে খারাপ নজরে দেখি না কিংবা খারাপ ভাবি না। আমি কখনো কারো খারাপ চাই না। সবাই জীবনে ভাল কিছু করুক, এগিয়ে যাক, এটাই আমার কাম্য। জীবনে আমার কোনো শত্রু নেই। কেউ আমার শত্রু নয়। কেউ আমার প্রতিপক্ষ নয়। কিন্তু, যাঁরা আমার পরিবারকে নানাভাবে ক্ষতিগ্রস্থ ও হেয় করার কাজে ব্যস্ত থাকে তাদের আমি ভালবাসি না। তাদের সাথে কোনো দিন আমার বন্ধুত্ব হবে না। আমার ১৯ বছরের জীবনে দেখেছি কারা আমার পরিবারকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছে। আমাদের বন্ধু কারা সেটা বুঝতে না পারলেও আমার শত্রু কারা সেটা কিন্তু বুঝতে পারি সহজেই। আমাদের সমাজ ব্যবস্থা এমনই এক বাজে সমাজ ব্যবস্থা যেখানে টাকা-পয়সা, ধন-সম্পদকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়। ...